নিজের সম্পর্কে কিছূ জানালাম
পরিচিতি:
আমি মো: আনিসুর রহমান অয়ন, ২০২০ সালের জানুয়ারী মাসে ইউ এস সফটওয়্যার
নামক ইনস্টিটিউট থেকে সনদ প্রাপ্ত হই এবং ২০২১
সালে গৌরব রায় স্বাধীন স্যারের কাছ থেকে ভিডিও এডিটিং কোর্স সম্পূর্ন করি এবং ২০২২ সালে ইউ ওয়াই ল্যাব
থেকে মোশন গ্রাফিক্স শেষ করি । এই ছিল
আমার কোর্স পরিচিতি । তাছাড়াও আমি
একজন ভয়েস কনন্টে তৈরি করে থাকি তার পাশা পাশি ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকি এবং একটি প্রতিষ্ঠানে সাংবাদিক পেশায় কাজ করে চলেছি। এই ছিল মোটামোটি
আমার পরিচিতি পেশা। তা ছাড়াও ড্রীম
ল্যাব আইটি সেন্টার নামক একটি প্রতিষ্ঠান রয়েছে ইত্যাদি।
ইচ্ছে:
সর্বসময় মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রর্থনা করি তিনি যে অসহায় এবং দারিদ্র মানুষের সেবা করার সুযোগ দেন । এবং সমস্যা গ্রস্ত মানুষের পাশে কাজ করার সুযোগ দান করেন । এবং বেকার সমাজকে নিয়ে কিছু কাজ করার চেষ্টা এবং নিজের কিছু স্বপ্ন পূরণে নিজেকে বিলিয়ে সর্ব সময় কাটানো ইত্যাদি কিছু।